মোবাইল অটো রিস্টার্ট হয় কেন এ বিষয়ে আমরা প্রায় অনেকেই জানি আবার অনেকেই
জানিনা। আমরা যারা জানি না যে মোবাইল অটো রিস্টার্ট হয় কেন তাদের এই বিষয়
সম্বন্ধে ধারণা থাকা অতি আবশ্যক। কারণ জীবনে চলার পথে মোবাইল হচ্ছে নিত্য
প্রয়োজনীয় সঙ্গী তাই মোবাইল সম্বন্ধে সমস্ত তথ্য থাকা আবশ্যক। তাই মোবাইল অটো
রিস্টার্ট হয় কেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি আজকের আর্টিকেলে।
তাহলে চলুন মোবাইল অটো রিস্টার্ট হয় কেন এ সমন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
পোস্ট সূচিপত্র: মোবাইল অটো রিস্টার্ট হয় কেন
ভূমিকা
মোবাইল অটো রিস্টার্ট হয় কেন এ বিষয়টি সম্পর্কে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে।
কিন্তু মোবাইল অটো রিস্টার্ট হয় কেন এই বিষয় সম্বন্ধে জানার আগে আমাদের জানতে
হবে রিস্টার্ট বিষয়টা আসলে কি? ফোন রিস্টার্ট করার অর্থ হচ্ছে ডিভাইসটিকে বন্ধ
করে আবার পুনরায় চালু করা। ডিভাইসের সেটিংস এ কিছু পরিবর্তন করার পর তা পুনরায়
চালু করা কে রিস্টার্ট করা বলে। ফোনের সফটওয়্যার বা ফার্মওয়্যার আপডেট করার পর
সেটিকে রিস্টার্ট করতে বলা হয়। কিন্তু আপনি জানেন কি ফোন রিস্টার্ট দিলে কি হয়
বা মোবাইল অটো রিস্টার্ট হয় কেন।
ফোন হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় এমন একটি গুরুত্বপূর্ণ দ্রব্য যা ছাড়া আমরা
এক মুহূর্ত সময় কাটাতে পারিনা। তাই এই মোবাইল ফোনের ব্যবহারের সুবিধার্থে আমরা
এর বিভিন্ন অপশন সম্বন্ধে বিভিন্ন জায়গায় রিসার্চ করার চেষ্টা করি এবং এর
ব্যবহারের সুবিধা সম্বন্ধে জানার চেষ্টা করি। ফোন রিস্টার্ট দিলে আগে তুলনায়
অনেক দ্রুত কাজ করে মোবাইল ফোন। আবার মোবাইল ফোন রিস্টার্ট দেয়ার কিছু ক্ষতিকর
দিকও আছে। ফোনের রিস্টার্ট দিলে কি ক্ষতি হয় ও মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায় কেন
এসব বিষয়েও আমাদের সম্পূর্ণ ধারণা থাকা উচিত।
মোবাইল অটো রিস্টার্ট হয় কেন
বর্তমান সময়ে এন্ড্রয়েড ফোন ব্যবহার করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। তাই
ফোন রিস্টার্ট সম্বন্ধে আমরা প্রায় সকলে কম বেশি জানি। কিন্তু আপনি জানেন কি
মোবাইল অটো রিস্টার্ট হয় কেন। মোবাইল ফোন অটো রিস্টার্ট হয় কেন বা এর কারণ কি
এর সম্বন্ধে আমরা প্রায়ই প্রশ্ন করে থাকি। এখনকার স্মার্টফোনে যত আধুনিক ফিচারই
থাকুক না কেন নতুন ফোন কিছুটা পুরনো হয়ে গেলে তাতে নানাবিধ সমস্যা দেখা দিতে
পারে।
সেক্ষেত্রে অনেক সময় আমাদের অনেকের ফোনে এমন সমস্যা আসে যার ফলে আমাদের ফোন
স্বয়ংক্রিয়ভাবে বা নিজে নিজে রিস্টার্ট হতে শুরু করে। হঠাৎ করেই ফোন বন্ধ হয়ে
যায় এবং অটোমেটিক তা চালু হতে শুরু করে। এমনটা কেন হচ্ছে ঠিক তখন সেটা বুঝে উঠতে
পারা যায় না। এমন অবস্থায় নানাবিধ প্রশ্ন মাথায় আসে তার মধ্যে প্রথম প্রশ্ন
হচ্ছে মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায় কেন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা তখন
ইউটিউব অথবা গুগলে এই বিষয়ে অনুসন্ধান করার চেষ্টা করি।
আরো পড়ুন: চিনা বাদাম খাওয়ার নিয়ম ও উপকারিতা
আপনি যদি কখনো এই পরিস্থিতির শিকার হন মানে আপনার মুঠোফোনে যদি ক্রাশিং এবং অটো
রিস্টার্ট ইস্যু দেখা যায় তাহলে ঘাবড়াবেন না। মোবাইল অটো রিস্টার্ট হয় কেন এর
সমাধানও রয়েছে। কখনো কখনো স্মার্ট ফোনে সফটওয়্যার সংক্রান্ত বাক উপস্থিত হলে বা
লেটেস্ট সফটওয়্যার আপডেট না করলে তা অটোমেটিক রিস্টার্ট হতে পারে।
যদি আপনার স্টোরে যে দশ শতাংশেরও কম অংশ খালি থাকে তাহলে কিন্তু আপনি ফোনে
উল্লেখিত সমস্যাগুলো দেখাতে পাবেন। একটি অ্যাপের খারাপ পারফরম্যান্স যা আপনার
ফোনে বারবার রিস্টার্ট হওয়ার সমস্যার সৃষ্টি করতে পারে। অপ্রয়োজনীয় অ্যাপ,
ফাইল, ফটো, ভিডিও, ক্যাশ ফাইল ডিলিট করে দিন। এতে আপনার ফোন দীর্ঘ সময় ধরে ভালো
থাকবে।
ফোন রিস্টার্ট দিলে কি হয়
আমরা প্রায় সকলেই এই কথা জানতে চাই যে ফোন রিস্টার্ট দিলে কি হয়। ঘনঘন ফোন
রিস্টার্ট দিলে ফোনে কোন ক্ষতি হয় না তো এ বিষয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে। ফোন
রিস্টার্ট করার পর আপনি যদি পুনরায় ফোনটিকে ব্যবহার করেন তখন আপনি বুঝতে পারবেন
আগের তুলনায় আপনার ডিভাইস কতটা দ্রুত পারফর্ম করছে। কারণ ফোন রিস্টার্ট দিলে ফোন
মসৃণ হয়। এছাড়াও রিবুট আপনার ফোনের জঙ্গল গুলো পরিষ্কার করতে পারে না তাই ফোনে
রিবুট এবং রিস্টার দুটোরই প্রয়োজন রয়েছে।
ফোনের রিস্টার্ট দিলে কি ক্ষতি হয়
প্রতিদিন বা ঘনঘন ফোনের রিস্টার্ট দিলে কি ক্ষতি হয় এ কথা ভেবে আপনি কি
দুশ্চিন্তায় আছেন। যেমন: মোবাইল অটো রিস্টার্ট হয় কেন এ বিষয়ে আমরা বিভিন্ন
ওয়েবসাইট অথবা ইউটিউবে অনুসন্ধান করে থাকি তেমনি আমরা ফোনে রিস্টার্ট দিলে কি
ক্ষতি হয় এ বিষয়েও নানা অনুসন্ধান করে থাকি। আজকের আর্টিকেলটি পড়ে এই
দুশ্চিন্তা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। প্রতি ঘন্টায় বা প্রতিদিন আপনার ফোন
রিস্টার্ট করা আপনার ডিভাইসকে অনেক ভাবে প্রভাবিত করে।
মাঝে মাঝে ফোন রিস্টার্ট করলে আপনার ফোন সব সময় সাফ থাকে এবং চলমান
প্রক্রিয়াগুলো পুনরায় দ্রুত হতে থাকে। ফোন রিস্টার্ট দিলে ফোনে কোন প্রকার
ক্ষতি হবে না। তবে মোবাইল ফোন মাঝে মাঝে বা কয়েক দিন পর পর রিস্টার্ট দেওয়া
ভালো। এর ফলে আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনার অগোচরে চলতে থাকা অ্যাপসগুলো
স্বয়ংসম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে যায়। যা পুনরায় মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে
স্বয়ংক্রিয় ভাবে চালু হয়।
মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায় কেন
আপনার মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায় কেন এ বিষয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে।
আমাদের মোবাইল হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই বন্ধ হয়ে গেলে আমরা সবাই এ এক সময়ে
আতঙ্কিত হয়ে পরি। মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায় কেন এ বিষয়ে আপনাদের সাথে কয়েকটি
কারণ সম্পর্কে আলোচনা করবো। নিচে এই কারণগুলি আলোচনা করা হলো:
আরো পড়ুন: এপেল কোম্পানির মালিক কে?
- মোবাইল অধিক গরম হয়ে গেলে হঠাৎ মোবাইল ফোন বন্ধ হয়ে যেতে পারে। তাই মোবাইল ফোন ব্যবহার করার সময় খেয়াল রাখতে হবে যেন মোবাইল অতিরিক্ত গরম হয়ে না যায়।
- ব্যাটারি দুর্বল হয়ে গেলে অথবা ফোন অধিক পুরনো হয়ে গেলে অনেক সময় মোবাইল বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি যদি লক্ষ্য করেন যে আপনার মোবাইল ফোন হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে তাহলে ব্যাটারি চেঞ্জ করে দেখতে পারেন।
- অনেক সময় ভাইরাস আক্রান্ত হলেও মোবাইল বন্ধ হয়ে যাওয়ার মত সমস্যা দেখা দিতে পারে। তাই মোবাইল ফোন ব্যবহারের সময খেয়াল রাখতে হবে যেন মোবাইল ভাইরাস আক্রান্ত না হয়।
- একটানা গেম খেললে বা একটানা ইন্টারনেট ব্রাউজার ব্যবহার করলে অনেক সময় ফোন বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে।
- মোবাইলে কোন কারণে পাওয়ার বাটন আটকে থাকলে হঠাৎ মোবাইল বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে।
- ফার্মওয়্যারের প্রবলেম এর কারনেও ফোন বন্ধ হয়ে যাওয়ার সমস্যা হতে পারে।
- আপনার ফোনে যদি মেমোরি থেকে থাকে আর আপনি যদি বেশি লোড দিয়ে থাকেন মোবাইলে তাহলে অনেক সময় মেমোরির অপর্যাপ্ততার কারণে মোবাইল বন্ধ হয়ে যেতে পারে।
শেষ কথা
আজকের আর্টিকেলে আলোচনার মুখ্য কারণ ছিল মোবাইল অটো রিস্টার্ট হয় কেন। সাথে আরো
আলোচনা করেছি ফোন রিস্টার্ট দিলে কি হয় ও ফোনের রিস্টার্ট দিলে কি ক্ষতি হয় এ
সমস্ত বিষয়গুলি। আশা করি আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে করেছেন।। আজকের
আর্টিকেলটি পড়ে আপনি কতটুকু উপকৃত হয়েছেন আপনার মূল্যবান মতামত শেয়ার করতে
ভুলবেন না। এমনই গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় আর্টিকেল প্রতিদিন পেতে আমাদের
ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য
ধন্যবাদ। 26181
Comments
Post a Comment